Views Bangladesh Logo

দৌলতদিয়ায় ৩৬ ঘণ্টা পর ফেরি চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

ঘূর্ণিঝড় রিমলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বন্ধ থাকা ফেরি ৩৬ ঘণ্টা পর আজ মঙ্গলবার (২৮ মে) সকালে চালু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এদিন সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, ঘূর্ণিঝড় রিমলের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার (২৬ মে) রাত সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে ঢাকামুখী পণ্যবাহী যানবাহনের লম্বা লাইন তৈরি হয়েছে। এদের বেশিরভাগ গাড়ি রবিবার রাত থেকে নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে।

এদিকে দৌলতদিয়া প্রান্তে চালু থাকা ৩, ৪ ও ৭ নম্বর ঘাটের মধ্যে ৭ নম্বর ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধ রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যান পারাপারের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝড়ে পাটুরিয়া প্রান্তে একাধিক ঘাট ক্ষতিগ্রস্ত হলেও গুরুতর মাত্রায় না হওয়ায় তা মেরামত করা হয়েছে।

৭ নম্বর ফেরি ঘাটের সংযোগ সড়ক ভেঙে পন্টুন দূরে সরে গেছে। পন্টুনের মাথা পানির নিচে তলিয়ে আছে। মোটা রশি দিয়ে পন্টুনটি ধরে রাখা হয়েছে।

সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘাটটি মঙ্গলবার চালু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিকল্প হিসেবে ৩ ও ৪ নম্বর ঘাটের পন্টুনের সামনে ইটের টুকরো ফেলে প্রাথমিক সংস্কার করে ফেরি চালু করার প্রস্তুতি নেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ