নগরবাসীর নিরাপত্তায় ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করছে ডিবি: ডিএমপি অতিরিক্ত কমিশনার
রাজধানীবাসীর নিরাপত্তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘ভ্যানগার্ড’ (অগ্রদূত) হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।
ডিএমপির কার্যালয়ে (গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ) শনিবার (২৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক এ মন্তব্য করেন।
রেজাউল করিম মল্লিক বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিপণিবিতান, রেলস্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালে ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনে ডিবি সব সময় নগরবাসীর পাশে রয়েছে। নগরবাসীকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা রুখে দিতে ডিবি প্রস্তুত।’
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘ডিবির সব সদস্যের মনোবল আগের যেকোনো সময়ের চেয়ে দৃঢ় রয়েছে। নগরবাসীর ভরসার কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে ও অপরাধীদের জন্য “মূর্তিমান আতঙ্ক” হিসেবে পরিগণিত হতে ডিবির আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ডিবি তার কার্যক্রমের মাধ্যমে থাকতে চায় নগরবাসীর ভরসার কেন্দ্রস্থলে, জনগণের দোয়ায় ও প্রার্থনায়। কোনো ফাঁকা বুলি নয়; বরং দৃশ্যমান অ্যাকশনের মাধ্যমেই ডিবি ক্রমাগত নগরবাসীর আস্থার প্রতীকে পরিণত হচ্ছে।’
বিপদে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করার পরামর্শ দিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘ঈদে মহল্লা, বাসা বা মার্কেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার আশঙ্কা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি, থানা বা ডিবিকে অবহিত করবেন।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে