Views Bangladesh Logo

ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে নেয়ার কারণ জানালেন ডিবি প্রধান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে নেয়ার কারণ জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (২৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, ‘প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এই তিনজনকে আমরা গতকাল (২৬ জুলাই) রাতে নিয়ে এসেছি। আপনারা জানেন তারা ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গা বলেছেন।’

ডিবি প্রধান হারুন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা মনে করি, কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলেন, আমাদের দায়িত্ব তাদের সেইফটি-সিকিউরিটি দেয়া; এটাই আমাদের কাজ। তাই তাদেরকে সেইফটি-সিকিউরিটি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি আপনারা জানেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং আরও কিছু নেতৃবৃন্দকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করছি। তারা জিজ্ঞাসাবাদে বলেছেন-সমন্বয়কদের সঙ্গে তাদের কথা হয়েছে। তাই অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে তাদের কি কথা হয়েছে, এগুলো জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো। পাশাপাশি আমরা তাদের সেইফটি-সিকিউরিটি দেবো।’

এর আগে গতকাল শুক্রবার ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বকের মজুমদার ও নাহিদ ইসলামকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় ডিবি পুলিশের সদস্যরা আটক করে। পরে ‘বিভিন্ন গণমাধ্যমে ডিবি সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে’ এমন সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টা পর আজকের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ