Views Bangladesh Logo

হাতিরঝিল লেকে ভেসে উঠল মরদেহ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর হাতিরঝিলের লেকের পানিতে ভেসে উঠেছে এক ব্যক্তির মরদেহ। শনিবার (২০ এপ্রিল) সকালে লেকের পাশের সড়ক দিয়ে যাতায়াত করার সময় কিছু মানুষ মরদেহটি পানিতে ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গুলশান ১ নম্বরের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের কাছে লেকে মরদেহটি ভাসতে দেখা যায়। লেকের পানির ঢেউয়ে ভাসমান মরদেহটি ধীরে ধীরে বাড্ডার দিকে যাচ্ছিল। এটি পুরুষের মরদেহ বলে জানা যায়।

এ ব্যাপারে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত হোসেন গণমাধ্যমকে বলেন, লেকের পানিতে ভেসে ওঠা মরদেহটি উদ্ধার করা হচ্ছে। সেটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ