Views Bangladesh

Views Bangladesh Logo

বিদ্যুৎ বিল পরিশোধের সময়সীমা বেঁধে দিল আদানি গ্রুপ

Tanmay Mondal, Kolkata

তন্ময় মণ্ডল, কলকাতা

রবিবার, ৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) তাদের পাওনা পরিশোধে ৭ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আদানি গ্রুপ।

বিপিডিবি বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী ১৭০ মিলিয়ন ডলারের লেটার অব ক্রেডিট জমা দিতে ব্যর্থ হওয়ায় আদানি পাওয়ার ঝাড়খণ্ড বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। বর্তমানে আদানির গড্ডা প্ল্যান্ট থেকে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যা এর উৎপাদন সক্ষমতা ১,৪৯৬ মেগাওয়াট থেকে অনেক কম।

টাইমস অব ইন্ডিয়া বলছে, বিল পরিশোধে বিলম্ব হওয়ায় বাড়ছে বকেয়াও। বিপিডিবি অক্টোবর মাসে মাত্র ৯০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে, যেখানে আগের মাসগুলোতে ২০-৫০ মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে, যদিও মাসিক বিল ৯০-১০০ মিলিয়ন ডলার।

এ পরিস্থিতি আদানির কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলছে, কারণ বাংলাদেশই তাদের একমাত্র গ্রাহক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ