নিপাহ ভাইরাস প্রতিরোধে কেরালায় স্কুল, অফিস বন্ধ
নিপাহ ভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় কিছু স্কুল, অফিস এবং গণপরিবহন বন্ধ করে দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এই ভাইরাসে কেরালা রাজ্য দুই জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৩০ জনেরও বেশি।
সম্প্রতি রাজ্যের কোঝিকোড় জেলার সাতটি গ্রামকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বন্ধের ঘোষণা দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
রাজ্যের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, কয়েকদিন আগে একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু নিপাহ ভাইরাসের সংক্রমিত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলো। এটা একটি ছোঁয়াচে রোগ। এই ভাইরাসে আক্রান্ত হলে তাঁর আশেপাশের রোগীরা দ্রুতই সংক্রমিত হতে পারে। তাঁদের সংস্পর্শে আসার ফলে গত ৩০ আগস্ট থেকে এখন পর্যন্ত ১৩০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং দুই জনের মৃত্যু হয়েছে।
রয়টার্সের প্রকাশিত সংবাদ থেকে জানা যায় আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বিধানসভায় জানিয়েছেন, কোঝিকোড় জেলায় নিপা ভাইরাসের দাপট ঠেকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্য়ে অন্যতম হল যাদের প্রবল ঝুঁকি রয়েছে তাদের মধ্য়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করা, যাদের পজিটিভ হয়েছে তাদের জন্য ওষুধের ব্যবস্থা করা।
মন্ত্রী আরও জানান, কেরালায় শনাক্ত হওয়া ভাইরাসটি বাংলাদেশের রূপ। চিকিৎসা সংকট রোধে রাজ্যের কিছু অংশে জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। রাজ্যের কোঝিকোড় জেলার সাতটি গ্রামকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউটের বিশেষজ্ঞসহ তিনটি ফেডারেল দল বুধবার আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বিচ্ছিন্ন গ্রাম থেকে বাদুড়ের খাওয়া ফল সংগ্রহ করতে গিয়েছে।
গত মে মাসে রয়টার্সের একটি তদন্ত দল নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলির মধ্যে কেরালার অংশগুলি চিহ্নিত করেছে।
উল্লেখ্য, কেরালায় নিপা ভাইরাসের আতঙ্ক এই প্রথম নয়। ২০১৮ এবং ২০২১ সালেও কোজিকোড়ে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল। ২০১৮ সালে নিপা ভাইরাসে আক্রান্তের ২৩টি রেকর্ড ধরা পড়েছিল। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়।
সূত্র: রয়টার্স।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে