হুমায়ুন আজাদ হত্যা মামলার ফাঁসির আসামি গ্রেপ্তার
জনপ্রিয় লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীম ওরফে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (৯ এপ্রিল) এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এটিইউ‘র অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন জানান, গতকাল রাজধানীর বিমানবন্দর থানা থেকে দণ্ডিত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে এটিইউ।
সংবাদ সম্মেলনে বলা হয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির নেতা নুর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীম (৪০) গাইবান্ধা জেলার সাঘাথা থানার ঝোড়াবর্ষ গ্রামের আব্দুল গণির ছেলে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমি প্রাঙ্গনে ৫৬ বছর বয়সী হুমায়ুন আজাদকে ছুরিকাঘাত করে নুর মোহাম্মদ ও তার অন্যান্য সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য জার্মানির মিউনিখে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট মারা যান তিনি। পরে এ ঘটনায় নিহতের ভাই মঞ্জুর কবির বাদী হয়ে রমনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি বিরোধী অভিযান জোরদার করলে নুর মোহাম্মদ দীর্ঘ ২০ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে