চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ১০
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান।
জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন নারী, দুইজন শিশু ও পাঁচজন পরুষ রয়েছেন। তবে তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আটজন মারা যান।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া বলেন, ‘চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। বেশ কয়েকবার চালক বাসটি থামানোর চেষ্টা করে। এর মধ্যেই বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের আটযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ৪ জন।
এর আগে একই স্থানে ঈদের দিন সোমবার দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। মঙ্গলবার একই স্থানে ফের দুইটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে