Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২১

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৩ জুলাই ২০২৪

ভারতের উত্তর প্রদেশের হাতরাসে একটি ধর্মীয় সভায় পদদলিত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২১ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।

স্থানীয় পুলিশের এক রিপোর্ট বলা হয়, সভায় ৮০ হাজার লোককে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠানে যোগ দেয় ২ লাখ ৫০ হাজার লোক, যা অনুমোদিত সংখ্যার চেয়ে তিনগুণ বেশি ছিল।

এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) আশিস কুমার জানিয়েছেন, জেলা প্রশাসন সক্রিয়ভাবে বিষয়টি তদন্ত করছে। সেই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের উদ্ধার এবং আহতদের সহায়তা করার চেষ্টা করছে প্রশাসন।

এ দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা এবং ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করার জন্য জেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ ব্যাপারে তার কার্যালয় থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী দুর্ঘটনার কারণগুলি চিহ্নিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় রোধে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার যখন 'সৎসঙ্গ' সভা শেষ হয় তখন গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে কিছু লোকের দম বন্ধ হয়ে আসছিল। সেই সময় তারা একসঙ্গে অনুষ্ঠানস্থলের বাইরে আসার জন্য ছুটাছুটি শুরু করে। এতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ