Views Bangladesh Logo

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে মৃত্যু বেড়ে ১৯৭

 VB  Desk

ভিবি ডেস্ক

ভিয়েতনামে টাইফুন ইয়াগি এবং এর ফলে ভূমিধস ও বন্যায় এ পর্যন্ত ১৯৭ জন নিহত ও ১২৮ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়।

চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি শনিবার ভিয়েতনামের উত্তর উপকূলে আঘাত হানে এবং পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজধানী হ্যানয়ে আঘাত হানে। টাইফুন ইয়াগি রেড নদীর তীরবর্তী অন্যান্য প্রদেশেও আঘাত হানে যার ফলে সোমবার একটি সেতু ধসে পড়ে।

টাইফুনে ক্ষতিগ্রস্ত ৫টি প্রদেশকে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট রিজার্ভ থেকে ১০০ বিলিয়ন ভিয়েতনামি ডং (প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ