টাইফুনের আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩, নিখোঁজ শতাধিক
ভিয়েতনামে সুপার টাইফুন ইয়াগির আঘাতে এক সপ্তাহ ভারী বৃষ্টি হয়েছে দেশটিতে। এর ফলে দেশটির পার্বত্য উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি এবং নিখোঁজ ১০৩ জন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানায়।
রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস সংবাদপত্র জানায়, এ ধরনের দুর্যোগে দেশটির লাও কাই প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রদেশটির লাং নু গ্রাম থেকে ৪৮ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং আরও ৩৯ জন নিখোঁজ রয়েছে। গ্রামটিতে সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে উদ্ধারকাজ চালাতে ভারী সরঞ্জাম আনা অসম্ভব হয়ে পড়েছে। প্রায় ৫০০ উদ্ধারকর্মী গ্রামটিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শনকালে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, ‘তারা নিখোঁজদের সন্ধানে পিছপা হবেন না।’
দেশটির আরেকটি উত্তরাঞ্চলীয় প্রদেশ কাও বাংয়ে ভূমি ধসের ঘটনায় শুক্রবার পর্যন্ত ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানায়, টাইফুন ও এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি ভিনফাস্ট, অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী এবং অন্যান্য ইলেকট্রনিক নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য এরইমধ্যে ২০ লাখ ডলার সহায়তার অংশ হিসেবে মানবিক ত্রাণ সরবরাহ শুরু করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও ২ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
শুক্রবার মার্কিন দূতাবাস জানায়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির মাধ্যমে ১ মিলিয়ন ডলার সহায়তা দেয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে