Views Bangladesh Logo

চীনে মহাসড়ক ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের গুয়াংডং প্রদেশে মহাসড়ক ধসে বেশ কয়েকটি গাড়ি খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

সংবাদমাধ্যমটি আরও জানায়, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এ দুর্ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ৩৬ জন মারা গেছেন এবং ৩০ জন আহত হয়েছেন।

গুয়াংডং প্রদেশের মেইঝু শহরের সরকারের তথ্যমতে, ভারী বৃষ্টিপাতের কারণে স্থানীয় সময় বুধবার রাত ২টা ১০ মিনিটে প্রদেশটির মেইঝু-ডাবু এক্সপ্রেসওয়ের ১৭ দশমিক ৯ মিটার অংশ ধসে পড়ে। এ সময় সেখানে থাকা ২৩টি গাড়ি খাড়া ঢাল বেয়ে নিচের দিকে পড়ে যায়।

এ ব্যাপারে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, কর্মকর্তাদের উদ্ধারকাজে ও আহতদের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে ঝুঁকি ও লুকানো বিপদগুলোর বিষয়ে সময়মতো ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা চীনা মিডিয়াকে জানান, দুর্ঘটনাস্থলে অবিরাম বৃষ্টির পাশাপাশি মাটি সড়কে নেমে আসায় উদ্ধার কর্মীদের জন্য অভিযান চালানো  কঠিন হয়ে পড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ