Views Bangladesh Logo

সারা দেশে কার্যকর হচ্ছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি

 VB  Desk

ভিবি ডেস্ক

মোটরসাইকেল চালক ও আরোহী হেলমেট ব্যবহার না করলে কোনো পাম্প থেকে তেল না দেয়ার একটি নীতি ঢাকা মহানগর এলাকায় কার্যকর রয়েছে। এ নীতি সারা দেশের জন্য কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ।

বুধবার (১৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে পরিষদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকা শহরের মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহারে অনেকটা কার্যকর করা সম্ভব হয়েছে। আমরা এ ব্যবস্থা সারা দেশের জন্য কার্যকর করব।

একই বৈঠকে রাজধানীতে ব্যাটারিচালিত কোনো রিকশা না চলার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ঢাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা চালানো যাবে না। এটা আগে কার্যকর করুন। এছাড়া ২২ মহাসড়কে রিকশা ও ইজিবাইক নিষিদ্ধ করা হয়েছে। সেটা বাস্তবায়ন করুন।

তিনি বলেন, সিটিতে ব্যাটারিচালিত রিকশা যেন না চলে সে বিষয়ে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেটার ব্যবস্থা করুন।

উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলছি এখন থেকে ১০ বছর আগেই আমার প্রটেকশন গাড়িতে হুটার বাজে না। ঢাকায় হয় না, ঢাকার বাইরে হয় না। হুটার বাজানো বন্ধ করা দরকার। জরুরি সেবা ছাড়া হুটার বাজানো যাবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ