Views Bangladesh Logo

‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্যাপক সমালোচনার পর ‘অপপ্রচার’ সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা বিজ্ঞপ্তিটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি উল্লেখ করেন, এই বিজ্ঞপ্তি জারি হওয়ার বিষয়ে তিনি অবগত ছিলেন না।

এর আগে গত ১৯ জানুয়ারি মাউশির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সই করেন প্রতিষ্ঠানটির মাউশি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শাখার পরিচালক অধ্যাপক আবেদ নোমানী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ এবং সংস্থাগুলোর মাসিক সমন্বয় সভায় সরকার বা রাষ্ট্র সম্পর্কিত যে কোনো প্রচারণা, মিথ্যা তথ্য বা গুজব সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা যেন কোনো উসকানিমূলক কার্যকলাপে জড়িত না হয় তা নিশ্চিত করতে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চতর কর্তৃপক্ষকে জানাতে হবে।

ইতোমধ্যেই ৬৪টি জেলার জেলা শিক্ষা অফিসারদের (ডিইও) কাছে এ-সম্পর্কিত নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকজন ডিইও নিশ্চিত করেন যে, তারা এই নির্দেশনা পেয়েছেন এবং তাদের নিজ নিজ এলাকায় কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ