সুগন্ধা বিচকে 'বঙ্গবন্ধু বিচ' নামকরণের সিদ্ধান্ত বাতিল
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে 'বঙ্গবন্ধু বিচ' এবং কলাতলী ও সুগন্ধা বিচের মাঝখানের এলাকাকে ‘মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণে ১৯ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এবার সেই নির্দেশনা বাতিলের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ সাহেব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বে পাঠানো নির্দেশনার উপর কোনো ব্যবস্থা গ্রহণ না করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। একই সাথে পূর্বে পাঠানো পত্রটি বাতিল বলে গণ্য করা হলো।
উল্লেখ্য, সুগন্ধা বিচকে বঙ্গবন্ধু বিচ নামকরণের জন্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া এ বিষয়ে আবেদন করেছিলেন।
পরবর্তীতে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ১৩ তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এবং মন্ত্রণালয়ে সুপারিশ করা হলে, মন্ত্রণালয় তা বাস্তবায়নের নির্দেশনা দেয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে