Views Bangladesh Logo

উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় পাল্টে দেওয়া হয়েছে সতর্ক সংকেত। ১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেতের পরিবর্তে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নিম্নচাপটি আজ শনিবার (২৫ মে) মধ্যরাতেই ঘূর্ণিষঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

আজ দুপুরে তিনি জানান, গভীর নিম্নচাপটি সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তবে এটি আসলে গতিবেগের উপর নির্ভর করছে।

এর আগে দুপুর ২টায় বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। ঘণীভূত হয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রেমাল’।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এরপর এটি শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে রোববার দুপুরের পর বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ