Views Bangladesh

Views Bangladesh Logo

ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ, নিহত ১

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৮ জুন ২০২৪

শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। ভেঙে পড়া অংশ বেশ কয়েকটি গাড়ির উপর পড়ায় এক জন নিহত এবং কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরে পরেই দিল্লির অগ্নিনির্বাপন বিভাগকে খবর দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ছাদের একাংশ ভেঙে পড়ায় এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড্ডয়ন স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার কারণে ‘চেক-ইন’ কাউন্টারগুলোও বন্ধ থাকছে।

নবনির্বাচিত বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টার পরে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত ফ্লাইটগুলো বিমানবন্দরের ২ ও ৩ নম্বর টার্মিনাল থেকে পরিচালনা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ