Views Bangladesh

Views Bangladesh Logo

আইপিএল: মুম্বাইকে ১০ রানে হারাল দিল্লি

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বারের আইপিএল-এ রানের ঢল নেমেছে। আড়াইশ’ রানের লক্ষ্য দিয়েও যেন সুরক্ষিত থাকা যাচ্ছে না।

আজ শনিবার (২৭ এপ্রিল) তেমন একটি রান-বন্যার ম্যাচ হল দিল্লিতে। এবার দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস। খুব কাছে গিয়েও হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। সেই হার—১০ রানের।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন দিল্লির জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। অস্ট্রেলিয়ান ব্যাটার অভিষেক পুরেলের (৩৬) সঙ্গে ওপেনিং জুটিতে গড়েন ১১৪ রান। প্রথম উইকেট হিসেবে ফেরা জ্যাক ফ্রেজার ২৭ বলে ১১ চার ও ৬ ছয়ে করেন ৮৪ রান। শেষদিকে ত্রিস্তান স্তাবসের ২৫ বলে অপরাজিত ৪৮ রানের সুবাদে ৪ উইকেটে ২৫৭ রানের সংগ্রহ পায় দিল্লি।

লক্ষ্য ছুঁতে শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ২৫ রান। তবে সেই সমীকরণ মেলাতে পারেনি তারা। ৯ উইকেটে ২৪৭ রানে থামে মুম্বাই। ইনিংসের শেষ ওভারে প্রথম বলে তিলক ভার্মা (৬৩) রানআউট হলে জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় পান্ডিয়াদের।

হারলেও আইপিএল-এর এক মৌসুমের লিগ ম্যাচের মধ্যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল মুম্বাই। দিল্লির বিপক্ষে এবারের আইপিএলে দুই ম্যাচে (২৩৪/৫ ও ২৪৭/৯) ৪৮১ রান করেছে তারা। এই কীর্তি আগে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুই ম্যাচে করেছিল ৪৬৮ রান।

দিল্লির বিপক্ষে স্কোরটি মুম্বাইয়ের আইপিএল ইতিহাসেও সর্বোচ্চ। আগেরটি ছিল ২৪৬/৫, হায়দরাবাদের বিপক্ষে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ