Views Bangladesh

Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৬

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এ রোগে মোট ১ হাজার ৫৩৯ জন মারা গেলেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বুধবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানাায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ২০৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫০ জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, আজ সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছিল। তাদের মধ্যে ১ হাজার ৩৪৫ জন ঢাকায় এবং ৩ হাজার ৯০০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে সেবা নিচ্ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী আরও জানা যায়, এ বছর সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২, লাখ ৯৯ হাজার ৫০ জনে। তাদের মধ্যে ১,০৫,০৮৪ জন ঢাকার এবং ১,৯৩,৯৬৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়। মারা যান ৩৯৬ জন। এরপর অক্টোবর মাসে মারা যান ৩৫৯ জন। এর আগে আগস্ট মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যান ৩৪২ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ