Views Bangladesh

Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ১৪১ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে চলতি বছর দেশে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬১ জনে। একই সময়ে ভাইরাল জ্বরটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে মারা গেছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের ৩৫ জন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং বাকি ৭১ জন ঢাকার বাইরের।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এক লাখ ২৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হন, যাদের ১ হাজার ১৯৯ জন এখনো চিকিৎসা নিচ্ছেন।

ডিজিএইচ আরও জানিয়েছে, গত বছর ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন, যা রেকর্ডে সবচেয়ে মারাত্মক বছর হিসাবে বিবেচিত। ২০২৩ সালে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্তের মধ্যে তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন সুস্থ হয়ে যান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ