Views Bangladesh

Views Bangladesh Logo

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ মৃত্যু

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ এটাই।  একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৫৬৫ জনে।

এর আগে ১৮ সেপ্টেম্বর ডেঙ্গুতে ৬ জন মারা যান; যা ছিলো একদিনে সর্বোচ্চ মৃতু‌্য।

আজ নিহতদের মধ্যে দুজন বরিশাল বিভাগের, দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি), একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এবং আরেকজন ঢাকার বাইরের বাসিন্দা।

রোগীদের মধ্যে ডিএনসিসিতে ১৯৫ জন, ডিএসসিসিতে ১৮১ জন এবং চট্টগ্রামে ১৬৪ জন এবং বরিশাল বিভাগে ১০১ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬২১ জন রোগী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ