Views Bangladesh

Views Bangladesh Logo

ঘন কুয়াশায় রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা কমছে

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

রাজধানীসহ সারা দেশে ঘন কুয়াশায় তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় সকালটা থাকছে কুয়াশাচ্ছন্ন। রাজধানী ঢাকাতেও মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালের আকাশ ছিল কুয়াশায় ঢাকা।

চলতি মৌসুমে দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে সোমবার (১১ ডিসেম্বর) নওগাঁর বদলগাছিতে। সেখানে তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ মঙ্গলবার রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ