ইসলামী ব্যাংকে সঞ্চয়কারীরা ফিরে আসছেন: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘তারল্য সহায়তা দেয়ার ফলে ইসলামী ব্যাংকে সঞ্চয়কারীরা ফিরে আসছেন। প্রয়োজনে আরও সহায়তা দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করবে যে আমানতকারীরা খালি হাতে ফিরে যাবেন না। ইসলামী ব্যাংকগুলো কিছুটা স্থিতিশীল হয়েছে। কয়েকটি দুর্বল ব্যাংকের আমানতের সুদহার এখন ইতিবাচক। যেসব ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে, তাদের কিছু ঋণ অবলোপিত রয়েছে। তবে এসব কমতে প্রায় দেড় থেকে দুই বছর সময় লাগবে। ব্যাংকগুলো নিশ্চিত করবে যাতে নতুন কোনো ঋণ খেলাপি না হয়।’
তিনি আরও বলেন, ‘ব্যাংকের ব্যবস্থাপনায় ৫০ শতাংশ স্বাধীন পরিচালক রাখা উচিত, যা আন্তর্জাতিক মান অনুযায়ী হবে।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) ২০২৫ সালের প্রথম মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে তিনি জানান, ব্যাংকগুলোর সুশাসন প্রতিষ্ঠার জন্য আর্থিক সহায়তার পাশাপাশি শাস্তির ব্যবস্থাও থাকবে। আর্থিক দুর্নীতি যাতে আগেভাগে প্রতিরোধ করা যায়, সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা ও নিয়মিত নজরদারি থাকবে। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংকের তদারকি কার্যক্রমকে একক কাঠামোর আওতায় আনা হবে, যাতে ভবিষ্যতে কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা ঠেকানো সম্ভব হয়।
কেন্দ্রীয় ব্যাংকে সুশাসনের অভাবের জন্য দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না, জানতে চাইলে গভর্নর বলেন, ‘যোগদানের পর থেকে এখন পর্যন্ত যদি কোনো সংস্কারের পথে বাধা থাকে, তাহলে শাস্তি হবে। তবে আমি সহযোগিতার মাধ্যমে এগোতে চাই, পেছনে ফিরে বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সংস্থাগুলো চাইলে তদন্ত করতে পারে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করতে চেয়েছে এবং বাংলাদেশ ব্যাংক তাদের সহায়তা করেছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে