Views Bangladesh Logo

মহান স্বাধীনতা দিবসে ডেসকোর আলোচনা সভা অনুষ্ঠিত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার ডেসকোর ট্রেনিং বিল্ডিংয়ে সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের। কিছু সময় কথা বলে ইতিহাস বলে ফেলা যায়; কিন্তু এটি আমাদের উপলব্ধি করতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার মধ্যে ছিল ইউনিক লিডারশিপ। পাকিস্তানিরা ৪৮ সালেই বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু তাদের শত্রু। তিনি সারাজীবন মানুষ এবং দেশের জন্য লড়াই করে গেছেন। তিনি চেয়েছিলেন ভাষার মুক্তি। ১৯৭১-পরবর্তী তিনি কৃষক শ্রমিকদের মাঝে স্বাধীনতার আলো জ্বালিয়ে দিতে চেয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। তার চেতনা আদর্শকে আমাদের লালন করতে হবে। তার বক্তব্যে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধান, কূটনৈতিক, সাংবাদিক এবং সাধারণ জনগণের মূল্যায়ন তুলে ধরেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেসকোর নির্বাহী পরিচালক ফাইন্যান্স মো. তোফাজ্জল হোসেন।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকোর নির্বাহী পরিচালক প্রশাসন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জহিরুল ইসলাম। আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদ, ২ লাখ মা-বোন, বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭৫-এর ১৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের জন্য দোয়া করা হয়।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ডেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী জগদীশ চন্দ্র মণ্ডল, নির্বাহী পরিচালক সংগ্রহ এ কে এম মহিউদ্দিন, নির্বাহী পরিচালক অপারেশন মো. জাকির হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ডেসকোর প্রধান প্রকৌশলী, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাব্যবস্থাপক প্রশাসন মো. মামুনুর রশিদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ