এক যুগ পর কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন
এক যুগের বেশি সময় কারাভোগের পর মুক্তি পেয়েছেন মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) মো. জাহাঙ্গীর কবির।
বেঞ্চ অফিসার বেলাল হোসেন জানান, যেহেতু রফিকুল আমীন ১২ বছর তিন মাস কারাবাস ভোগ করেছেন। তাই আদালত অবিলম্বে তার মুক্তির নির্দেশ দেন।
তিনি আরও নিশ্চিত করেন, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা বিচারাধীন নেই।
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) অর্থ আত্মসাতের মামলায় ১৯ জনকে ১২ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রাবিউল আলম। ওই রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মামলার প্রধান আসামি ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন এবং আরও দুই আসামি ছিলেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন ডেস্টিনির পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশীদ, চেয়ারম্যান মো. হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গর্ফানুল হক, মো. সৈয়দ-উর-রহমান, মেজবাহ উদ্দিন স্বপন, ইঞ্জিনিয়ার শেখ তায়েবুর রহমান ও গোপাল চন্দ্র বিশ্বাস, পরিচালক সৈয়দ সাজ্জাদ হোসেন ও ইরফান আহমেদ সানি, রফিকুলের স্ত্রী ফারাহ দিবা, প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর মো. জসিম উদ্দিন ভূঁইয়া, ডেস্টিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সদস্য আবুল কালাম আজাদ, ডায়মন্ড এক্সিকিউটিভ এস এম আহসানুল কবির বিপ্লব, জোবায়ের সোহেল ও আবদুল মান্নান এবং ক্রাউন এক্সিকিউটিভ মোসাদ্দেক আলী খান।
এই মামলায় যারা পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে