অবৈধ বিদেশিদের জন্য মুম্বাইয়ে হচ্ছে ডিটেনশন সেন্টার: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস বলেছেন, মাদক ও অবৈধ প্রবেশের মামলায় আটক বাংলাদেশি অভিবাসীদের রাখতে মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। কারণ, তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি, অবৈধ বাংলাদেশি, তারা সবাই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের কারাগারে রাখা যায় না। তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। তাই ডিটেনশন ক্যাম্প তৈরিতে বিএমসি মুম্বাইয়ে আমাদের জমি দিয়েছে’।
শুক্রবার (২০ ডিসেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন, থানে পুলিশের মানব পাচারবিরোধী সেল কল্যাণে অবৈধ বসবাসকারী বাংলাদেশি দম্পতি সবুজ সানোয়ার শেখ ও বিশতি সবুজ শেখকে গ্রেপ্তার করেছে।
থানে পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিলেন তারা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট ও বিদেশি আইনের বিভিন্ন ধারায় থানে পুলিশের অপরাধ শাখায় মামলা করা হয়েছে।
বাড়িটির মালিক মোস্তফা মুন্সির বিরুদ্ধেও মামলা হয়েছে। স্বামী-স্ত্রী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন, জানা থাকা সত্ত্বেও তিনি তাদের বাড়িভাড়া দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে