Views Bangladesh Logo

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সকল আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করে বলেছে, সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে।

সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সরকার অব্যাহত সমর্থন ও বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে অপপ্রচার, ভুল তথ্য ও বিভ্রান্তিকর ব্যাপক প্রচারের পটভূমিতে। খবর বাসস।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় সুশীল সমাজ সংস্থা এবং মিডিয়াসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন।

এতে বলা হয়, সরকার ভুক্তভোগী ও তাদের পরিবারের ট্রমা মোকাবেলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ