ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
রাজধানীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর রাজধানীর ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশার (ধানমন্ডি জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বিকেল ৪টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এদিকে শিক্ষার্থীদের সড়ক থেকে সড়াতে পুলিশ সদস্যদের ধাওয়া দিতে গেছে।
গত ১৯ জানুয়ারি সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে