Views Bangladesh Logo

আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

ক সপ্তাহের ব্যবধানেই আবারও সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পূর্বে ধানমন্ডির জিগাতলা এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করে। এর প্রতিশোধ হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া করেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানান পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার তারিক লতিফ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে , আজকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল কলেজ পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা একটার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ