রবিবার থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু
আগামীকাল রবিবার থেকে রাজধানীর পূর্বাচলে শুরু হচ্ছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে মেলা স্থগিত করে ইপিবি।
ইপিবি জানিয়েছে, ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া বাণিজ্য মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২৩টি প্যাভিলিয়ন ও ২৭টি মিনি প্যাভিলিয়নসহ ৩৩০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়াও বরাবরের মতো এবারও দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য প্রদর্শন করবে।
তারা আরও জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা এবং সাপ্তাহিক ছুটির দিন রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে ইপিবি ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও বাণিজ্য মেলা পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে