আড়াই ঘণ্টা পরে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানী ঢাকার কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত হওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল ৮টা ৫ মিনিটে ঢাকার কারওয়ান বাজারে ট্রেনটি লাইনচ্যুত হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল এক লাইনে সামলাতে হয়।
বুধবার সকালে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি ভিউজ বাংলাদেশকে বলেন, ঢাকাগামী যমুনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হয়েছে।
ওসি ফেরদৌস আহমেদ আরও বলেন, এই লাইনচ্যুতির কারণে সেখানে একটি লাইন প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল। সাড়ে ১০টা নাগাদ লাইনচ্যুত ট্রেনটি লাইনে এনে চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে