Views Bangladesh Logo

আবারও ফিরছে ঢাকা রক ফেস্ট

দুই বছর পর আবারও মঞ্চে ফিরছে দেশের অন্যতম বড় ব্যান্ডসংগীত উৎসব ‘ঢাকা রক ফেস্ট’।

শেষবার ২০২২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হয়েছিল এ আয়োজন। সেবার উৎসবে অংশ নেয় ওয়ারফেইজ, অর্থহীন, মেঘদল, আর্টসেল, নেমেসিস, অ্যাভয়েড রাফা ও ক্রিপটিক ফেইটসহ দেশের জনপ্রিয় ৩২টি ব্যান্ড। দর্শকদের বিপুল সাড়া ও উচ্ছ্বাসে মুখর হয়েছিল আয়োজনস্থল।

দীর্ঘ অপেক্ষার পর ফের এই উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে স্কাই ট্র্যাকার। প্রতিষ্ঠানটির নির্বাহী দোজা এলান গণমাধ্যমকে জানান, নতুন আসরের প্রস্তুতি শুরু হয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

আগের মতো এবারও শুধু দেশীয় ব্যান্ডদের নিয়েই সাজানো হবে আয়োজন। গিটারের ঝংকার, ড্রামের তালে তালে আবারও জমে উঠবে রক সংগীতের এক অনন্য উৎসব—যেখানে থাকছে সুর, তালের নেশা আর প্রাণভরানো গানের অভিজ্ঞতা। এবারের আসরেও অংশ নেবে সময়ের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ