Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব

Diplomatic  Correspondent

কূটনৈতিক প্রতিবেদক

মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমাশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়।

এর আগে, সোমবার দুপুরে, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে একদল লোক আক্রমণ চালায়। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে নামিয়ে ফেলা হয় এবং ছিঁড়ে ফেলা হয়। জানা গেছে, 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামে একটি সংগঠনের সমর্থকরা এই আক্রমণ চালিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।

ওইদিন 'হিন্দু সংঘর্ষ সমিতি' আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে চিন্ময় কৃঞ্চ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে একটি সভা আয়োজন করেছিল। সভার পরে, ওই সংগঠনের একটি প্রতিনিধি দল স্বারকলিপি প্রদান করার জন্য হাইকমিশন অফিসে যাওয়ার সময়, বাইরে থাকা কিছু যুবক আচমকা সহকারী হাইকমিশন অফিসে ঢুকে পড়ে। এসময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা টেনে নামিয়ে ফেলে এবং সেটি ছিঁড়ে ফেলে। পরে তারা হাইকমিশন অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে।


আগরতলার হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত উল্লেখ করে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনাপ্রবাহ দেখে এটা প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্বপরিকল্পিত।


বিবৃতিতে আরো বলা হয়েছে, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তারা পতাকা মঞ্চ ভাঙচুর করে এবং বাংলাদেশ জাতীয় পতাকাকে অবমাননা করে, সেই সঙ্গে সহকারী হাইকমিশনের ভিতরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে। দুঃখজনকভাবে, হাইকমিশনের নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা নেয়নি। সহকারী হাইকমিশনের সকল সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বাংলাদেশ সরকার আরও জানাতে চায় যে, বাংলাদেশে ডিপ্লোমেটিক মিশনে আক্রমণ এবং বাংলাদেশ জাতীয় পতাকার অবমাননা একটি ধারাবাহিক ঘটনা, এর আগেও ২৮ নভেম্বর কলকাতায় এ ধরনের সহিংস প্রতিবাদ হয়েছিল। আগরতলায় সহকারী হাইকমিশনে আক্রমণ ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস-এর লঙ্ঘন।

এ ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও একজনকে বদলি করা হয়েছে। এছাড়া, হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ