Views Bangladesh Logo

কুমিল্লায় ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তেজের বাজারের কাছে একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রামের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাকসাম স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গুণবতী রেলস্টেশন পার হওয়ার পরে চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি লাইনচ্যুত হয়। গরম আবহাওয়ার কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য পাহাড়তলী, লাকসাম ও আখাউড়া থেকে তিনটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এ ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ