কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজশাহী-ঢাকা হাইওয়ে আটকে বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের সামনে টায়ার জ্বালিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন তারা।
সরেজমিন দেখা যায়, সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিনোদপুর অভিমুখে আগাতে থাকেন বিক্ষোভকারীরা। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের সামনে এসে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে রাত ৯টার দিকে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। আগামীকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করার ঘোষণা দেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের পাশে শিমুল (২১) নামের রাজশাহী কলেজ পড়ুয়া এক স্থানীয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।
শিমুলের মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা চলছে। একাধিক সূত্রে এখন পর্যন্ত তিন ধরনের তথ্য পাওয়া গেছে। ডাক্তার বলছেন মাথায় রক্তক্ষরণের ফলে শিমুল মারা গেছেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা রক্তের দাগ পাওয়া যায়নি। তবে তার পরিবারের দাবি তাকে মারধর করে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদিকে প্রক্টর বলছেন বাইক নিয়ে পালানোর সময় দুর্ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এবং দুই উপ-উপাচার্য। তারা শিমুলের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সে সঙ্গে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে