Views Bangladesh Logo

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কাছে মালবাহী ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এত বহু লোক আহত হয়েছে বলে জানা গেছে। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩ মে) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের অনেকগুলো বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। আহতদের কয়েকজনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ