Views Bangladesh Logo

ধানমন্ডি হকার্স মার্কেটকে ‘অত্যধিক ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

গ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ধানমন্ডি হকার্স মার্কেটকে 'অত্যধিক ঝুঁকিপূর্ণ' ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও ডিএসসিসি।

বুধবার (২০ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত ওই মার্কেটে অভিযান চালানোর পর এ ঘোষণা দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওই মার্কেটকে 'অত্যধিক ঝুঁকিপূর্ণ' ঘোষণা করা হয়েছে বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

মার্কেটটিতে অগ্নিনির্বাপক সরঞ্জামসহ যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা মার্কেটের মালিক সমিতিকে এক লাখ টাকা জরিমানা করেছি এবং তাদের ঈদ-উল-ফিতরের এক সপ্তাহ পর পর্যন্ত সময় দিয়েছি। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলেছি।”

নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

জাহাঙ্গীর আলম জানান, ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার নূর ম্যানশন মার্কেট ও বনলতা কাঁচাবাজার পরিদর্শন করেছে। নূর ম্যানশন দোকান মালিক সমিতিকে অগ্নি নিরাপত্তা বিষয়ে ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ