Views Bangladesh Logo

লাখ টাকা জেতার সুযোগ দিচ্ছে ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসব

রুণ নির্মাতাদের জন্য ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে ১০ লাখ টাকা জেতার সুযোগ ঘোষণা করা হয়েছে। এই সুযোগটি দিচ্ছে চতুর্থ ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব, যেখানে সিনেমা নির্মাণের উদ্দেশ্যে চিত্রনাট্য ও প্রস্তাব জমা দিতে হবে। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর এশিয়ার সব দেশের তরুণ নির্মাতারা নিজেদের প্রজেক্ট জমা দিতে পারবেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘এ আয়োজনের শুরু থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। তরুণ নির্মাতাদের তুলে ধরতে এবং তাদের কাজকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করতে এই উদ্যোগ।’

তিনি বলেন, ‘এখানে কেউ চিত্রনাট্য জমা দিয়ে অংশ নিতে পারবেন।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালীন আগামী বছরের ১১ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফিল্ম হাট। চিত্রনাট্য জমা নেয়ার প্রক্রিয়া বর্তমানে চলছে। উৎসবের অফিশিয়াল সাইটে ১ এপ্রিল থেকে চিত্রনাট্য জমা দেয়ার প্রক্রিয়া শুরু হবে।

চিত্রনাট্য জমা দেয়ার পর, প্রাথমিকভাবে ১০টি গল্প নির্বাচিত হবে। নির্বাচিত নির্মাতারা আন্তর্জাতিক বিচারকদের সামনে তাদের প্রজেক্ট উপস্থাপন করবেন। এর মধ্যে তিনটি চিত্রনাট্য পাবে পুরস্কার। প্রথম স্থান অধিকারী চিত্রনাট্য পাবে পাঁচ লাখ টাকা, দ্বিতীয় স্থান পাবে তিন লাখ টাকা এবং তৃতীয় স্থান পাবে দুই লাখ টাকা।

চিত্রনাট্য জমা দিতে হলে প্রাথমিকভাবে জমা দিতে হবে গল্পের লগ লাইন, গল্প সংক্ষেপ, পরিচালকের কথা, ট্রিটমেন্ট এবং পরিচালকের প্রোফাইল। এরপর যদি কোনো প্রজেক্ট পছন্দ হয়, তবে পুরো চিত্রনাট্য জমা দেয়ার আহ্বান জানানো হবে। প্রতিটি চিত্রনাট্য কমপক্ষে ৭০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা হতে হবে।

আগামী বছর ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ