Views Bangladesh Logo

নাটোরে শ্মশান মন্দিরে চুরি, প্রতিবন্ধী ধোপার লাশ উদ্ধার

নাটোর শহরের কাশিমপুর কেন্দ্রীয় শশ্মানের মন্দির থেকে কুমার দাস নামে এক প্রতিবন্ধী ধোপার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

প্রায় ৪ বছর ধরে কুমার দাস মন্দিরে থাকতো বলে জানান মন্দির কমিটির সভাপতি সুবল দাস।

তিনি বলেন, শনিবার সকালে শশ্মানের গার্ড দুলাল চন্দ্র প্রামাণিক সেখানে গিয়ে মন্দিরের চুরি ও ধোপার লাশের বিষয়টি দেখে সবাইকে জানায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, মন্দিরের গ্রিল কেটে বেশ কিছু কাঁসার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। দেখে ফেলায় ধোপাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের আটক করা হবে বলে জানান ওসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ