Views Bangladesh

Views Bangladesh Logo

বিশ্বসাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হলো আলোচনা ও কবিতা পাঠ

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

হান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বিশ্বসাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও কবিতা পাঠ। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় ‘মুক্তির গান বিজয়ের কবিতা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাঙালি সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন কবি সাঈদা আজিজ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক রহীম শাহ ও প্রাবন্ধিক সরকার আবদুল মান্নান। স্বাগত বক্তব্য দেন বাঙালি সংস্কৃতি কেন্দ্রের সভাপতি কবি আরিফ নজরুল।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইসহাক খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আহমেদ জসিম ও কবি রাসেল আশেকী। এই পর্বে আলোচনা করেন মুক্তিযুদ্ধ গবেষক জিয়াউল হক।

কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশনায় অংশ নেন কবি ও গীতিকার সুমন সরদার, ছড়াকার ইমরান পরশ, কবি মাহমুদা খানম, কবি শামীমা সুলতানা, কবি শিপ্রা পারভীন, কবি ফারহানা রহমান মিষ্টি, কবি গিরীশ গৈরিক, আবৃত্তিশিল্পী জেসমিন বন্যা, কবি বিমান বিহারী বিশ্বাস, ছড়াকার সাজ্জাদ আহমেদ সাজু, কবি খালেদ রাহী, কবি সুলতান মাহমুদ, সাইদুর রহমান লিটন, সুদীপ্ত মিজান, স্বপন মাঝি, কবি ইলোরা সোমা, ছড়াকার ফারা দিবা, কবি বাপ্পী সাহা, কবি লুৎফর চৌধুরী, কবি ফয়েজ ইবনে জাফর, কবি নিল হাসান, কবি নিলুফার ইয়াসমিন ন্যান্সি, কবি কামাল বারি, মনিরুল ইসলাম প্রমুখ।

বিজয়ের চেতনায় উজ্জীবিত এই আয়োজন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিমনা মানুষদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ