Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে হামলার শিকার দিতি-সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

লচ্চিত্র অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিনি হামলার শিকার হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, তার পৈতৃক সম্পত্তিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে, হামলার সময় লামিয়া চৌধুরী তার ফেসবুক লাইভে আসেন। লাইভে দেখা যায়, কয়েকজন ব্যক্তি উত্তেজিত ভঙ্গিতে তার এবং তার স্বজনদের দিকে এগিয়ে আসছেন। লামিয়া জানান, দুর্বৃত্তরা তাদের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছে এবং গাড়ির কাচ ভেঙে দিয়েছে।

লামিয়া চৌধুরী বলেন, ‘মায়ের মৃত্যুর পর আমি প্রতি শুক্রবার ও শনিবার আমার কাজিনদের নিয়ে নারায়ণগঞ্জ যাই। সেখানে আমাদের আত্মীয়রা থাকেন। আজও আমি সেখানে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরই সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আমাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চলছে। আমি আজ সেখানে গেলে, পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী হামলা চালায়। তাদের হাতে অস্ত্র ছিল, তারা আমাদের হত্যার উদ্দেশ্যে এসেছিল। তারা আমাকে ধাক্কা দিয়েছে, আমার পা ভেঙে দিয়েছে, আমার ফোন কেড়ে নিয়েছে, আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। আমি খুব ভয় পেয়েছিলাম, তারপর কোনোভাবে গাড়িতে উঠে পড়ি।’

লাইভে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন লামিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আমার বাবা-মা মারা গেছেন, তারা আমাদের জন্য এই সম্পত্তি রেখে গেছেন। কিন্তু আমি কিছুই উপভোগ করতে পারছি না। চারদিক থেকে সবাই সব কিছু কেড়ে নিতে চাচ্ছে। আমার ভাই বিদেশে, আমি একাই সব সামলাচ্ছি। আর এজন্যই সবাই আমার পেছনে লেগেছে। কত বছর ধরে এই সমস্যার মধ্যে আছি, তা বলে বোঝাতে পারব না। আমার জীবন হুমকির মুখে, আমি একা, এটা সবাই বুঝে গেছে।’

ফেসবুকে এক পোস্টে লামিয়া লিখেছেন, ‘আমার পাশে কেউ নেই? বাবা-মা মারা গেছে বলেই কি আমার পাশে কেউ থাকবে না? কেউ নেই, কেউ নেই, কেউ নেই।’ বিকেল ৪টা ১০ মিনিটে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তারা আমার পা ভেঙে দিয়েছে, আমাকে হাসপাতালে পর্যন্ত যেতে দিচ্ছে না। ইট মেরে আমার গাড়ি ভেঙে দিয়েছে। আমি হাঁটতেও পারছি না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ