খালেদা জিয়ার যাত্রাপথে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
ঢাকায় ফিরে আসার পর মঙ্গলবার (৬ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশাল সংবর্ধনা জানাবেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত যাত্রাপথে লাইনে দাঁড়াবেন তারা।
যানজট কমাতে চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৫ মে) গণবিজ্ঞপ্তিতে জনসাধারণকে সহযোগিতা ও নির্দেশিকা অনুসরণের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
সকাল সাড়ে দশটায় এয়ার অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে নামার কথা রয়েছে খালেদা জিয়ার।
নির্বিঘ্নে যান চলাচলে সকাল থেকে দুপুর পর্যন্ত বিমানবন্দর থেকে গুলশান-বনানী পর্যন্ত রাস্তা না দখল এবং সমর্থকদের ফুটপাতে থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি। ভিড় নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোকে স্বেচ্ছাসেবক মোতায়েন করতেও বলা হয়েছে।
যানজট এড়াতে সকাল ও দুপুরে যাত্রী ও পথচারীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ডিএমপি প্রস্তাবিত রুটগুলোর মধ্যে উত্তরা এবং মিরপুরের বাসিন্দাদের বিমানবন্দর সড়ক এড়িয়ে হাউস বিল্ডিং-জমজম টাওয়ার-সেক্টর ১২ খালপাড়-উত্তরা নর্থ মেট্রো স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস রুট অথবা সেক্টর ১৮-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ ব্যবহার করতে বলা হয়েছে।
গুলশান, বাড্ডা এবং প্রগতি সরণির যাত্রীদের কাকলি, গুলশান-২ এবং কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এড়িয়ে মহাখালী বাস টার্মিনাল র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশের পরামর্শ দেয়া হয়েছে।
মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ এবং টাঙ্গাইলগামী যানবাহনগুলোকে মিরপুর-গাবতলী রুট ব্যবহার করে যাতায়াতের পরামর্শ দিয়েছে ডিএমপি।
বিমানবন্দর/৩০০ ফুট রোড থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলোকে বনানী/কাকলি র্যাম্পের বদলে মহাখালী বা এফডিসি র্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির অনুরোধে হালকা যানবাহনগুলোকে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্যান্টনমেন্ট এলাকার জিয়া কলোনি, জাহাঙ্গীর গেট, সৈনিক ক্লাব ও স্টাফ রোডের রাস্তা ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ।
সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে সিএনজি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। টোল পরিশোধ এবং সর্বোচ্চ ৪০ কিমি/ঘন্টা গতিসীমা মেনে চলা সাপেক্ষে এসব যানবাহনকে এক্সপ্রেসওয়ের বামপাশের নিরাপদ লেন ব্যবহার করতে হবে।
অতিরিক্ত গতি এবং অননুমোদিত লেন পরিবর্তনরোধে ট্রাফিক পুলিশ মোতায়েন করবে ডিএমপি। থাকবেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বিশেষ শাখার (এসবি) সদস্যরাও।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে