Views Bangladesh Logo

ঢাকা উত্তর ঈদে বর্জ্য সরাবে ৬ ঘণ্টায়: মেয়র আতিক

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ঈদে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ ৬ ঘণ্টার মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন উত্তরের সিটি মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, “গতবছর উত্তর সিটি করপোরেশন এলাকার কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছিল। এবার আরও কম সময়ে শহর পরিচ্ছন্ন করা হবে। এবার জনগণের সহযোগিতা পেলে আমাদের টার্গেট ছয় ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসরণ করা।"

বুধবার (১২ জুন) সকালে রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩২টি ডাম্প ট্রাক ও আটটি কম্প্যাক্টর গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

নতুন ৪০টি ট্রাক যুক্ত হওয়ায় এ বছর বর্জ্য অপসারণ কাজে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা উত্তরের মেয়র বলেন, "যে আটটি আধুনিক কম্প্যাক্টর ট্রাক যুক্ত হল, এগুলো সাধারণ ট্রাকের চেয়ে দশগুণ বেশি বর্জ্য অপসারণে সক্ষম। কম্প্যাক্ট করার মাধ্যমে একসাথে অনেক বর্জ্য বহন করতে পারবে এই ট্রাকগুলো।"

আতিকুল ইসলাম জানান, কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি নিয়েছে তার করপোরেশন।

তিনি আরও বলেন, “১০ হাজারের অধিক কর্মী কাজ করবে। ১০ লাখ ৪০ হাজার পলিব্যাগ বিতরণ করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার, স্যাভলন, টুকরি, ফিনাইল দেওয়া হয়েছে। কাউন্সিলররা ও ডিএনসিসির কর্মীরা মাঠে সার্বক্ষণিক কাজ করবেন।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ