Views Bangladesh

Views Bangladesh Logo

কোটা আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াবে ডিএনসিসি

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৯ জুলাই ২০২৪

নিজেদের আওতাধীন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে অগ্রাধিকার ভিত্তিতে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত ও আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২৯ জুলাই) গুলশান-২ এ নিজ কার্যালয়ে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ১১৭টি কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ ঘোষণা দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিএনসিসি তার এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এ সভার আয়োজন করে।

ডিএনসিসি মেয়র বলেন, সভায় যেসব পরামর্শ এসেছে সেগুলো নিয়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে সিটি করপোরেশন।

মেয়র বলেন, নিহত ও আহত শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষকদের কাছে তথ্য চেয়েছে ডিএনসিসি।

তিনি আরও যোগ করেন, শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছে সহায়তা পৌঁছাতে শিক্ষকদের সঙ্গে সিটি করপোরেশন যৌথভাবে কাজ করবে।

জানা গেছে, সভায় নিহত শিক্ষার্থী ও তাদের পরিবারকে আর্থিক, আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়া, অনলাইনে ক্লাস চালু এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন শিক্ষকরা।

সেই সঙ্গে শিক্ষার্থী হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দৃঢ় বন্ধন গড়ে তোলা, শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ারও আহ্বান জানান তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ