Views Bangladesh

Views Bangladesh Logo

টিকটকে যোগ দিয়েই ১০ লাখের বেশি ফলোয়ার ট্রাম্পের

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২ জুন ২০২৪

চীনের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ‘টিকটকে’ যোগ দিয়েছেন নির্বাচনী তহবিল কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পেয়েছেন কয়েক মিলিয়ন ফলোয়ার।

অ্যাকাউন্টটির নাম প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। আর এর হ্যান্ডল হল, ‘@realdonaldtrump’। রোববার (২ জুন) বাংলাদেশ সময় তিনটা ৪৭ মিনিট পর্যন্ত এ অ্যাকাউন্টে যোগ দিয়েছে ১০ লাখের বেশি ফলোয়ার।

এর আগে প্রেসিডেন্ট থাকাকালীন চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন তিনি। তবে, নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগেই অ্যাপটিতে যোগ দিলেন সাবেক এ প্রেসিডেন্ট।


মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে নিজ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প, যেখানে তাকে নিউজার্সি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মিক্সড মার্শাল আর্টস লড়াই ‘ইউএফসি ৩০২’র দর্শকদের অভিবাদন জানাতে দেখা যায়।

এদিকে, ২০২৫ সালের জানুয়ারির আগে টিকটক বিক্রি না করলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে- এপ্রিলে এমন একটি বিল স্বাক্ষর করে একে আইনে রূপান্তর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে অন্যদিকে, মার্কিন আদালতে এ আইনটি চ্যালেঞ্জ করেছে বাইটড্যান্স।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ