আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শেখাবেন না: ভারতকে জামায়াতের আমির
প্রতিবেশী দেশ ভারতকে উদ্দেশ্য করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা শান্তিতে থাকুন, আমাদের শান্তিতে থাকতে দিন। আমরা আপনার রান্নাঘরে কী ঘটছে, তা জানতে চাই না। তাই আমাদের রান্নাঘরে উঁকি দেবেন না’।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি।
ভারতকে উদ্দেশ্য করে জামায়াতের আমির আরও বলেন, ‘আপনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আয়নায় নিজের মুখ দেখুন। আপনি যাদেরকে সংখ্যালঘু বলছেন, তাদের সাথে কেমন আচরণ করবেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা দিতে আসবেন না। এ দেশ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ তা প্রমাণ করেছে।
ডা. শফিকুর রহমান বলেন, এদেশে সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই এদেশের গর্বিত নাগরিক। নেতাকর্মীদের আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাধীনতার ৫৩ বছরে হাজার হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে মৌলভীবাজারে খোলা জায়গায় প্রথমবারের মতো এ কর্মী সম্মেলন হয়েছে। আয়োজকদের দাবি, সম্মেলনে ৩০ হাজার মানুষ যোগ দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে