Views Bangladesh

Views Bangladesh Logo

চিকিৎসা বিজ্ঞানী ডা. মামুন আল মাহতাবের মায়ের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ৭ জানুয়ারি ২০২৪

চিকিৎসা বিজ্ঞানী ও কলামিস্ট অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) মা আয়শা মাহতাব আর নেই। বৃহস্পতিবার দুপুরে ঢাকার বনানীস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আয়শা মাহতাব এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ এশা ঢাকার বনানী কবরস্থান সংলগ্ন জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আয়শা মাহতাবের মৃত্যুতে আজ রোববার এক বার্তা গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শোক বার্তায় ড. মোমেন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ডা. মামুন আল মাহতাব ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের বিভাগীয় প্রধান। লিভার বিশেষজ্ঞ ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর ও ডা. মামুন আল মাহতাব ন্যাসভ্যাক নামক হেপাটাইটিস বি ভাইরাসের একটি নতুন ইমিউনথেরাপির সহ-উদ্ভাবক। বাংলাদেশে উদ্ভাবিত প্রথম ওষুধ হিসেবে ওষুধটির রেসিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ড্রাগ কন্ট্রোল কমিটির অনুমোদন পেয়েছে।

এছাড়া বাংলাদেশে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে ওষুধটি এরই মধ্যে কিউবা, বেলারুশ, নিকারাগুয়া, হুন্ডুরাস ও অ্যাঙ্গোলায় অনুমোদন পেয়েছে। জাপানে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই ওষুধটির একটি বড় ট্রায়াল বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত তথ্য-উপাত্ত ঘেঁটে জানা গেছে, ন্যাসভ্যাকই একমাত্র ওষুধ যা ব্যবহারের পাঁচ বছর পরও বেশিরভাগ রোগীরই লিভারে কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইরাল হেপাটাইটিস ফাউন্ডেশন ২০২১ সালে ন্যাসভ্যাককে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে প্রতিশ্রুতিশীল ইমিউনথেরাপি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ন্যাসভ্যাক সহ-উদ্ভাবনের জন্য ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব কিউবান একাডেমিক অব সাইন্সেস থেকে ২০১৯ সালে দেশটির সর্বোচ্চ বৈজ্ঞানিক সন্মাননা ‘প্রিমিও ন্যাশনাল’ অর্জন করেন। ২০১৯ সালে বাংলাদেশ একাডেমি অব সাইসেন্স মামুন আল মাহতাবকে ‘বাস-গোল্ড মেডেল’ পদকে ভূষিত করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ