Views Bangladesh Logo

জাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১১ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ও সদস্য সচিব অধ্যাপক এ কে এম রশিদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা বর্তমানে ছয় বছরের (৪+২) স্নাতক (সম্মান) প্রোগ্রামে অথবা দুই বছরের (১+১) স্নাতকোত্তর প্রোগ্রামে নিবন্ধিত তারা জাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত।

খসড়া ভোটার তালিকায় ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ ব্যাচের নিয়মিত ছাত্রদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এমফিল, পিএইচডি, উইকএন্ড এবং সান্ধ্যকালীন প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম তালিকায় ওঠেনি।

গত বছরের ৩১ ডিসেম্বর পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন এবং জাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোডম্যাপ অনুসারে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ জানুয়ারি, নির্বাচনী আচরণবিধি তৈরি হবে ২৫ জানুয়ারি এবং নির্বাচনের তফসিল ঘোষিত হবে ১ ফেব্রুয়ারি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোটার তালিকায় কোনো অসঙ্গতি বা অস্পষ্টতা থাকলে ১৪ জানুয়ারি দুপুর দুইটার মধ্যে প্রমাণসহ লিখিত আবেদনপত্র নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ