ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান: মূল সড়কে মিলবে কি যানজট থেকে মুক্তি
দেশের পট পরিবর্তনের পর হঠাৎ করেই রাজধানীর প্রধান সড়কে দাপটের সঙ্গে চলতে শুরু করেছিল ব্যাটারিচালিত অটোরিকশা। কোন নিয়ম-কানুন ছাড়াই পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে ট্রাফিক পুলিশকে অনেকটা বৃদ্ধাঙুলি দেখিয়ে এসব যান চলাচলের কারণে শহরজুড়ে প্রকট হচ্ছিল যানজট ও সড়কে বাড়ছিল দুর্ঘটনা। তবে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে পুলিশের অটোরিকশা উচ্ছেদ অভিজান শুরুর পর জনমনে স্বস্তি নেমে আসতে শুরু করেছে।
এদিন সকাল থেকে ঢাকার ধানমন্ডি-৩২, পান্থপথ ও রাসেল স্কয়ার, মিরপুরসহ বিভিন্ন স্থানে সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিশা সরিয়ে নিতে দেখা গেছে।
এর আগে রাজধানীর মিরপুর, ফার্মগেট, শাহবাগ, পল্টন, নিউমার্কেট, সাতমসজিদ এলাকা ঘুরে দেখা গেছে- এসব এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত প্রতিটি সড়কে নির্বিঘ্নে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। প্যাডেলচালিত রিকশার চেয়ে কয়েকগুণ বেশি ও অনিয়ন্ত্রিত গতির কারণে ঘটছে দুর্ঘটনা। এছাড়া শহরের প্রধান প্রধান চত্বরগুলোতে এসব অটোরিকশা জটলা বেধে থাকায় সিগন্যালে থাকা ট্রাফিক পুলিশও জানজট নিরসনে হিমসিম খাচ্ছেন।
এসব যান চলাচলের অনুমতি না থাকলেও কীভাবে চলছে এমন প্রশ্নে রুবেল মিঞা নামের একজন অটোরিকশাচালক ভিউজ বাংলাদেশকে বলেন, ‘গলিতে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আমরা এখন খ্যাপ (ভাড়া) পেলে সব রাস্তাতেই চলি। ট্রাফিক পুলিশ তো কিছু বলে না। আপনাদের সমস্যা কী?’ তার মতো অনেক চালকই জানান, তারা সড়কে চললেও ট্রাফিক পুলিশ তাদের কিছু বলছেন না।
অটোরিকশাচালদের এমন মতামতের বিষয়ে জানতে চাইলে মিরপুর ১০ নম্বরে ট্রাফিকের দায়িত্বে থাকা নাম প্রকাশ না করার শর্তে এক সার্জেন্ট এ পরিস্থিতির জন্য চালকদের অসচেতনতার পাশাপাশি ট্রাফিকে জনবল সংকটকেও দায়ী করেন।
তবে বৃহস্পতিবার থেকে উচ্ছেদ অভিজান শুরু হওয়ায় ভুক্তভোগী রাজধানীবাসী সন্তুষ্টি প্রকাশ করছেন। এ উদ্যোগ আরও আগেই নেয়া যেত বলে মনে করছেন শহরবাসী।
এসব ব্যাপারে রাজধানীর মিরপুর ট্রাফিক জোনের এডিসি ইয়াসিনা ফেরদৌস ভিউজ বাংলাদেশকে বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি নেই প্রধান সড়কে। এর জন্য যানজটও বেশি হচ্ছে। তবে সড়কে অটোরিকশা না চালাতে মাইকিং করা হচ্ছে। উচ্ছেদ অভিজানও শুরু হয়েছে। শহরের প্রধান সড়কগুলোকে ব্যাটারিচালিত অটোরিকশা মুক্ত করতে ডিএমপি ট্রাফিক প্রতিশ্রুতিবদ্ধ।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে