Views Bangladesh Logo

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক-হেলপার নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চালক সাগর ও হেলপার বেলাল। তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলায়। 

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ভোরে ছুপুয়া এলাকায় ঢাকা অভিমুখী একটি কাভার্ড ভ্যান নষ্ট হয়ে যায়। এ সময় চালক ও হেলপার গাড়িটি চালু করার জন্য অপর একটি কাভার্ড ভ্যানের সহায়তা নেয়। তাদের কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়ার জন্য অপর কাভার্ড ভ্যানের সামনে পাইপ লাগাতে যান চালক সাগর ও হেলপার বেলাল।

ওসি আরও জানান, এ সময় সহায়তাকারী কাভার্ড ভ্যানকে পেছন দিক থেকে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে দুই কাভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন নষ্ট হওয়া কাভার্ড ভ্যানের চালক ও হেলপার। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। এরপরে তাদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।

দুর্ঘটনাকবলিত দুটি কাভার্ড ভ্যান আটক করা হলেও ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ